Wellcome to National Portal
Main Comtent Skiped

০১ লা নভেম্বর ২০২৪খ্রি. হতে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত সারাদেশে জাটকা আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। 


সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

উপজেলা মৎস্য দপ্তর

হোসেনপুর, কিশোরগঞ্জ।

 

ক. মৎস্য ও চিংড়ীচাষী এবং উদ্যোগদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ওচিংড়ী চাষের পরামর্শ ওপ্রশিক্ষণ প্রদান।

খ. মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ উন্নায়নের লক্ষ্যে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য

   সংরক্ষণ আইন বাস্তবায়ন।

গ. মৎস্য চিংড়ীচাষ উন্নায়নের লক্ষ্যেপ্রকল্পের কারিগরিউপযোগিতা যাচাই ও প্রকল্প প্রস্তাব প্রনায়নে সহায়তা প্রদানের

   মাধ্যমে উদ্যোক্তা ও সৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

ঘ. উন্নত জাতের পোনা সহ মাছ ও চিংড়ী চাষের বিভিন্ন উৎপাদন উপকরন সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা প্রদান।

ঙ. উপজেলাধীন মৎস্য সম্পদের উপাত্ত সংগ্রহ এবংউধর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা।

চ. মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নায়ন প্রকল্পের অধিনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন ।

ছ. মৎস্য মাননিয়ন্ত্রন ব্যবস্থা কার্যক্রর করার লক্ষ্যে মাছ ও চিংড়ী চাষে অননুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের

   উদ্বদ্ধকরন এবং সংক্রমনের উৎস্যসনাক্তকরন ও হ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।

জ. আহরন-উত্তর মাছ ও চিংড়ী অবতরন কেন্দ্র/ডিপোপরিদর্শন সে গুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বদ্ধকরন।

ঝ. জনগনকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্বদ্ধ করার নিমিত্ত নতুন প্রযুক্তি হাতে-কলমে পরিদর্শনের লক্ষ্যে উপজেলা 

   পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য খামার স্থাপন।

ঞ. মৎস্য ও চিংড়ী চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারন সামগ্রী চাষী/মৎস্যজীবিদের মধ্যে বিতরন।