Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

গুরুত্বপূর্ণপ্রকল্প সমূহঃ

 

ক্রমিক নং

প্রকল্পের নাম

সারসংক্ষেপ

০১

হাওর অঞ্চলে মৎস্যচাষ ও ব্যবস্থাপনা কর্মসূচী

মৎস্যচাষী, মৎস্যজীবীদের কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিও দেশের আমিষ জাতীয় খাদ্যের যোগান দেওয়া। মৎস্যসংরক্ষণ আইন প্রয়োগ, অবহিতকরণ ও উদ্বুদ্ধ করা। 

০২

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প

১) ফলাফল প্রদর্শকদের মাধ্যমে প্রদর্শনী মূলক মাছ চাষ করানো ও বন্ধু চাষী সহ উভয়কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মৎস্যচাষ প্রযুক্তি সেবা তৃনমূল পর্যায়ের মাছ চাষীদের মধ্যে বিস্তৃত করা।

 

২) ইউনিয়ন পর্যায়ে“স্থানীয় মৎস্যসম্প্রসারণ প্রতিনিধি” নিয়োগ করে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করতঃ মৎস্যচাষের প্রযু্ক্তি সেবা মাছ চাষ চাষীর দোর গুড়ায় পৌছে দেওয়া।

 

০৩

চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ প্রকল্প

উপজেলার সকল বিল/জলাশয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ (শিং,মাগুর, কৈ, পুটি, চেলা, টেংরা, গুলশা ইত্যাদি প্রজাতির)অবমুক্ত করে উহা সংরক্ষনের জন্য জনগনকে ‍উদ্বুদ্ধ করা সহ মৎস্যসংরক্ষণ আইন প্রয়োগ করা।

০৪

মৎস্যসংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রন ও গণসচেতনতা সৃষ্টি প্রকল্প

ফরমালিনের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। মোবাইল কোর্ট এর মাধ্যমে মাছে ফরমালিন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা। নিরাপদ খাদ্যের (মাছ)ব্যবস্থা করা।

 

০৫

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচী

 

প্রান্তিকও ক্ষুদ্র চাষীগনকে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে মৎস্যচাষকে উৎসাহিতও সহায়তা করা।