Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

০১ নভেম্বর, ২০২৩ হতে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ০৮ মাছ দেশব্যাপী জাটকা (২৫ সে. মি.) পর্যন্ত সাইজের ইলিশ) আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


সেবার তালিকা

সেবার তালিকা

 নাগরিক সেবা:


১। উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগ সই প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান।
২। মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রী, ম্যানুয়েল, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি বিতরণ ।
৩। মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০১১ বাস্তবায়ন।
৪। মৎস্য হ্যাচারী আইন ২০১০ ও মৎস্য হ্যাচারী বিধিমালা ২০১১ বাস্তবায়ন।


 

দাপ্তরিক সেবা:


১। বিভিন্ন দপ্তরের মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময়।
২। পুরষ্কার প্রদানে মনোনয়ন দান ও কমিটির সভায় যোগদান।
৩। মোবাইল কোর্ট বাস্তবায়ন।
৪। প্রশিক্ষণ।
 

 

 

অভ্যন্তরীণ সেবা:


১। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।
২। উপজেলার কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন প্রজাতির গুনগত মানসম্পন্ন পোনা ও ব্রুড মাছ উৎপাদন ও সরবরাহ ।

৩। নির্বাচনের দায়িত্ব পালন।

৪। কোর্ট এর নির্দেশনা অনুযাযী মামলার তদন্ত করা।

৫। ত্রাণ বিতরন কার্যক্রমে দায়িত্ব পালন।